
মঙ্গলবার ০৬ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: করণ জোহরের হঠাৎ ওজন কমে যাওয়ার ছবি ঘিরে বলিউড মহল থেকে সোশ্যাল মিডিয়া—সব জায়গায়ই শুরু হয়েছিল গুঞ্জন। কেউ বলেছিলেন অসুস্থ তিনি, কেউ বা জল্পনা ছড়িয়েছিলেন—ওজেম্পিক নামক ওজন কমানোর ওষুধের সাহায্য নিয়েছেন করণ! অবশেষে নিজেই মুখ খুললেন পরিচালক-প্রযোজক।
আজ, ১৭ এপ্রিল, ইনস্টাগ্রামে লাইভে এসে করণ জোহর জানান, “আমি পুরো সুস্থ। এত ভাল আমি আগে কখনওই বোধ করিনি।” এরপরই নিজের ওজন কমানোর যাত্রা নিয়ে অকপট হন তিনি। বলেন, “বিষয়টা শুরু হয়েছিল যখন আমার রক্তের রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। তখনই বুঝলাম—নিজেকে বদলাতে হবে।” সেই বদল এল রীতিমতো কড়া নিয়মানুবর্তিতার হাত ধরে। করণ জানান, তিনি এখন দিনে মাত্র একবার খান! সঙ্গে নিয়মিত সাঁতার আর প্যাডেল বল খেলছেন শরীরচর্চার জন্য। আর ওজন কমার পেছনে শুধুই ডায়েট আর সুস্থ জীবনযাপনের দরুণ। এই বিষয়টায় যে একেবারেই ওজেম্পিকের কোনও ভূমিকা নেই, সেটাও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
আগেও এই ওষুধ সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়েছিলেন করণ। এবার আরও জোর দিয়ে বললেন, “আমার এই বদলের পিছনে আছে শুধুই স্বাস্থ্যকর খাওয়া আর রুটিন ফলো করা।”এদিকে, কাজের দিক দিয়েও জমজমাট সময় পার করছেন করণ। ২০২৫-এর ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত ‘কেশরী চ্যাপ্টার ২। করণ সিং ত্যাগী পরিচালিত এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামায় মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে ও আর মাধবন। গল্পের প্রেক্ষাপট জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। স্বাধীনতা সংগ্রামী সি শঙ্করন নায়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।
খেলাধুলো, স্বাস্থ্য সচেতনতা আর সিনেমা—তিন দিকেই বাজিমাত করছেন করণ জোহর। বলাই যায়, এটা করণ জোহরের ‘ফিটেস্ট’ সময়।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন